ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:৩৮ অপরাহ্ন

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত

  • আপডেট: Sunday, August 14, 2022 - 11:15 pm

পাবনা প্রতিনিধি: পাবনায় পথক সড়ক দূর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুই ব্যবসায়ীক বন্ধু পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫৫), বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামের মোহম্মদ শেখের ছেলে মজিদ শেখ (৫০) শনিবার মধ্য রাতে মোটর সাইকেল যোগে পাবনা-পাকশী আঞ্চলিক সড়ক দিয়ে পাবনা শহরের দিকে আসছিল। তারা সদর উপজেলার নাজিরপুর টিকরী মোড়ে পৌছালে দ্রত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবাল ও পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পরে মজিদ শেখ মারা যায়।

এদিকে, আটঘরিয়া উপজেলার পাড়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে হৃদয় হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সময় হৃদয় মোটরসাইকেল নিয়ে যাবার সময় ব্যাটারীচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।