ঢাকা | মে ৫, ২০২৫ - ৫:১৭ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

  • আপডেট: Saturday, August 13, 2022 - 10:29 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের অপসারণ ও সুষ্ঠভাবে নতুন ম্যানেজিং কমিটির গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।

শনিবার বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মাস্টার, অভিভাবক মোঃ হাফিজুর রহমান, শামীম আহমেদ প্রমূখ। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আসার পরে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির সাথে যোগসাজশে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এছাড়া নিয়ম বহির্ভূত কমিটি করা হয়েছে। যার কারনে প্রতিষ্ঠানটি নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় বক্তারা প্রধান শিক্ষকের অপসারণ ও পুনরায় কমিটি গঠনের দাবি জানান।

অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক জানান, আমার বিরদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। বাইরে থেকে লোক ভাড়া করে মানববন্ধন করা হয়েছে। অন্যদিকে নিয়ম মেনেই কমিটি করা হয়েছে। অদূর ভবিষ্যতে বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে, এমন বিষয়কে সামনে রেখেই একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS