আহত আওয়ামী লীগ নেতার পাশে জেলা পরিষদের প্রশাসক

স্টাফ রিপোর্টার: মহানগর আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মীর তৌফিক আলী ভাদুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে দেখতে যান রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার। এসময় তিনি আওয়ামী লীগ নেতার চিকিৎসার খোঁজখবর নেন।
শুক্রবার বিকেলে রামেক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন ভাদুকে দেখতে গিয়ে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।
এসময় তিনি আরও বলেন, তোমার চিকিৎসার ক্ষেত্রে যে কোন সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে স্মরণ করবে। আমি তোমার পাশে থাকার অবশ্যই চেষ্টা করবো। তিনি চিকিৎসকদের কাছে মীর তৌফিক আলীর শারীরিক অবস্থার খোঁজ নেন।
উল্লেখ, গত সাতদিন আগে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অটো ও মাইক্রোবাসের সংঘর্ষে মীর তৌফিক আলী ভাদুর কানে আঘাতসহ পায়ের হাড়ে চিড় দেখা যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।