ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ১০:২৯ অপরাহ্ন

সপ্তাহে একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ থাকবে

  • আপডেট: Thursday, August 11, 2022 - 10:06 pm

 

অনলাইন ডেস্ক: লোডশেডিং কমাতে এলাকাভেদে সপ্তাহে এক দিন একেক শিল্প এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য (প্রজ্ঞাপনের) ২নং কলামে বর্ণিত বারে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের এই দিন ধার্য থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে সারা দেশে শিল্প প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করা হয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS