মেট্রোপলিটন পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পবা থানার মনদহাটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।
গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২’ এর উদ্বোধন করেন। এ অভিযানের মূল প্রতিপাদ্য হয়েছে ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’ সে প্রতিপাদ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল আরএমপি। বৃহস্পতিবার আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, পর্যায়ক্রমে আরএমপির সকল থানা ও ফাঁড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হবে। এ সময় তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকেই গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) নূরে আলম, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।