ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ৬:২৪ অপরাহ্ন

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত

  • আপডেট: Thursday, August 11, 2022 - 10:03 pm

 

অনলাইন ডেস্ক: ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর বিষয়ে ট্যারিফ কমিশন এক সপ্তাহের মধ্যে বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভোজ্যতেলের দাম সমন্বয় প্রসঙ্গে টিপু মুনশি বলেন, শিগগির তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফাইড কি না, সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।

তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন। এ মুহূর্তে কী দাম হয়েছে এবং আশপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS