ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৫০ পূর্বাহ্ন

জেলা পরিষদের এডিবি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

  • আপডেট: Thursday, August 11, 2022 - 11:47 pm

 

স্টাফ রিপোর্টার: এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্থান্তর করেছে রাজশাহী জেলা পরিষদ।বৃহস্পতিবার সকালে পরিষদের দপ্তরে এডিপির বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক হস্থান্তর করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার।

মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, মন্দির, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে রাজশাহী জেলা পরিষদের এই অর্থ বরাদ্দ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় হলরুম সংস্কারের লক্ষে বাগমারা উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা তাজরুল ইসলামের হাতে প্রথম কিস্তির চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।

এই সময় তিনি বলেন, এই উন্নয়ন প্রকল্পে অর্থ আপনারা সঠিক ভাবে ব্যবহার করে দ্বিতীয় কিস্তির জন্য আমাদের কাছে দ্রুত আবেদন করলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর উদ্যোগ নিব। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মো: আলীফ আলী সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।