ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ৯:০৭ পূর্বাহ্ন

জমি দখলে নিতে মারধরের অভিযোগ

  • আপডেট: Thursday, August 11, 2022 - 11:15 pm

 

স্টাফ রিপোর্টার: নগরীর চন্দ্রপুকুর এলাকায় জমি দখলে নিতে মারপিটের অভিযোগ করা হয়েছে এয়ারপোর্ট থানায়।

জানা গেছে, নওহাটা পৌরসভাধীন চন্দ্রপুকুর এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র সাইফুল ইসলাম এর সাথে একই এলাকার মৃত জুলমত আলীর পুত্র মো: সাজ্জাদ এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন।

এমতাবস্থায় গত ৫ আগস্ট বিকেলে সাজ্জাদ তার লোকজন নিয়ে সাইফুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির জিনিসপত্র ভাংচুরসহ সাইফুল, সাইফুলের সালা হেলালকে মারপিট করে আহত করে। সাইফুলের স্ত্রী রোজিফা বেগমের গলা থেকে সোনার মালা ছিনিয়ে নেয়।

পরে এলাকাবাসি এসে তাদের উদ্ধার করে। এবং গুরুত্বর আহত হেলালকে রামেক হাসপাতালে ভর্তি করে। পরে ওইদিন রাতেই সাইফুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন। বিষয়টি বর্তমানে পুলিশ তদন্ত করছে।