ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ৯:৪৫ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে মাদ্রাসার জমি জবরদখলের চেষ্টা

  • আপডেট: Thursday, August 11, 2022 - 11:18 pm

 

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় মাদ্রাসার জমি জবরদখলের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন মাদ্রাসার সভাপতি।

পবার খোলাবোনা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক অভিযোগে বলেন, গোদাগাড়ী উপজেলাধীন বিজয়নগর মৌজায় মাদ্রাসার ৩.৩০ একর আবাদি জমি রয়েছে। ওই জমি গোদাগাড়ী খেরপাড়ার মৃত একরাম আলীর পুত্র সাইদুর রহমানকে লীজ দেয়া আছে।

গত ২ আগস্ট সকালে গোদাগাড়ির চাপাল এলাকার বেলাল হোসেন ও ফয়সালের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসি ওই জমি দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে লীজ গ্রহিতা সাইদুর রহমানকে গালিগালাজ দেয় ও ভয়ভিতি প্রদর্শন করে।

মাদ্রাসার পাশের একজন ব্যাক্তি পেছন থেকে এই দখল কাজে নেতৃত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। পরে এব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে প্রেমতলি তদন্তকেন্দ্রে অভিযোগ করেন সভাপতি।