স্টাফ রিপোর্টার: সম্প্রতি বদলি হওয়া রাজশাহীর মোহনপুর সহকারী জজ মো. আব্দুল মালেক প্রধানমন্ত্রী ফেলোশিপ অর্জন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আদেশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার এ আদেশ জারি করে।
রাজশাহী বিচার বিভাগে কর্মরত থাকা অবস্থায় বিগত ১৯ জুলাই এই বিচারককে প্রেষণে সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীর এই বিচারক নিজের দেয়া আদেশ, রায়ের কপি, ও মামলার কার্যতালিকা অনলাইনে প্রকাশ করে ইতোমধ্যে আদালত সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (সহকারী জজ) মো. আব্দুল মালেক এই ফেলোশিপের আওতায় আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালির্ফোনিয়া, লস এঞ্জেলস এ এক বছরের মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।