ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ৭:২১ পূর্বাহ্ন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

  • আপডেট: Monday, August 8, 2022 - 11:21 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীল এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রিনা রানী শীলের মুরগির খামারে গত কয়েকদিন ধরে বেঁজি ঢুকে ১২০টি মুরগি মেরে ফেলে, তা রোধ করার জন্য গূনার তার দিয়ে খামারের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন তিনি। গতকাল সকালে নিজের অসাবধানতায় ওই বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর এসআই মেহেদী হাসান ও দয়ারামপুর পল্লী বিদ্যুতের সাব- জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আকরাম হোসেন। পরে আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে লাশ দাহ করার অনুমতি দিয়েছে প্রশাসন।