ঢাকা | মে ১১, ২০২৫ - ২:২২ অপরাহ্ন

বাস ভাড়া বৃদ্ধি, বিপাকে দুরপাল্লার যাত্রীরা

  • আপডেট: Sunday, August 7, 2022 - 11:09 pm

 

স্টাফ রিপোর্টার : গত শুক্রবার মধ্যরাতের পর থেকে সারাদেশে একযোগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এরই জেরে রাজশাহীতে বাসের ভাড়া বাড়ানো হয়েছে৷ এতে করে বিপাকে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ভাড়া নন-এসিতে ১২০ টাকা এবং এসিতে ২০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও অন্যান্য আন্তঃজেলা বাসেও প্রায় ২২ শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে। রাজশাহী থেকে ঢাকার নন-এসি বাসে প্রতি আসনে ভাড়া ৬০০ টাকা থেকে ২০% বাড়িয়ে ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসি বাসের ভাড়া ১২০০ টাকা থেকে ১৬.১৬% বাড়িয়ে ১৪০০ টাকা করা হয়েছে।

এছাড়া রাজশাহী থেকে চট্রগ্রামের ভাড়া নন-এসি বাসে প্রতি আসনে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫০ টাকা এবং এসিতে ২৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী থেকে কলকাতার ভাড়া ১৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯৫০ টাকা হয়েছে। দাম বৃদ্ধিতে ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জনৈক ব্যক্তি ক্ষোভ জানিয়ে বলেন, এভাবে ভাড়া বাড়ানো মানে স্বল্প আয়ের মানুষের জন্য হবে কষ্টকর।

উল্লেখ্য গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম রাতারাতি ৪২ থেকে ৫২ শতাংশ বাড়ানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে বেড়েছে এক লাফে ৩৪ টাকা। অকটেনের দাম বেড়েছে লিটারে ৪৪ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে পেট্রোলের দাম। প্রতি লিটারে এর দাম বাড়ে ৪৬ টাকা।

এই দাম বৃদ্ধির ফলে রাজশাহীতে চলাচল করা বাসের মালিকরাও তাদের পরিবহন ভাড়া বাড়িয়েছেন। তাদের দাবি, বাড়তি টাকা দিয়ে পেট্রোল কিনে দুরপাল্লার বাসে করে যাত্রীদের নিয়ে গেলে তাদের লাভের কিছুই থাকছে না। এতে করে তারা ভাড়া বাড়াতে একরকম বাধ্য হয়েছেন বলে জানান।

রাজশাহীর সড়ক ও পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটু বলেন, রাজশাহীতে দুরপাল্লার বাস চলে ১৫০ টির মতো। জ্বালানি তেলের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন এসব বাসের যাত্রীরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS