ঢাকা | মে ১৫, ২০২৫ - ৬:১২ অপরাহ্ন

পুঠিয়ায় যুবলীগের বৃক্ষরোপণ

  • আপডেট: Sunday, August 7, 2022 - 11:01 pm

 

পুঠিয়া প্রতিনিধি: সারাদেশের ন্যায় পুঠিয়ায় যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে লস্করপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাবেক লস্করপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম।

এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, অত্র কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীসহ দলের বিভিন্ন নেতাকমীরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS