ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

টাইগারদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো জিম্বাবুয়ে

  • আপডেট: Sunday, August 7, 2022 - 10:34 pm

 

অনলাইন ডেস্ক: হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারলো টাইগাররা। প্রথম ম্যাচে ৩০৩ রান তুলে জিততে পারেনি বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে ২৯০ রান তাড়া করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে।

রোববার আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯০ রান তোলে তামিমের দল। পরে সিকান্দার ও চাকাভার দুটি সেঞ্চুরিতে ৪৭ ওভার ৩ বলে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

দীর্ঘ ৯ বছর পর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো জিম্বাবুয়ে। এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতেই তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর (ব্যাটিং):

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৯ (তামিম ৫০, এনামুল ২০, শান্ত ৩৮, মুশফিক ২৫, মাহমুদউল্লাহ ৮০*, আফিফ ৪১, মিরাজ ১৫, তাসকিন ১, তাইজুল ৬ ও শরিফুল ১)

জিম্বাবুয়ে: ৪৭.৩ ওভারে ২৯১/৫ (মারুমানি ২৫, কাইটানো ০, কাইয়া ৭, মাধেভেরে ২, রাজা ১১৭*, চাকাভা ১০২ ও মুনিয়োঙ্গা ৩০*)।