ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:২৭ পূর্বাহ্ন

তিন পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

  • আপডেট: Sunday, August 7, 2022 - 1:49 pm

অনলাইন ডেস্ক: প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। ৩০৪ রানের লক্ষ্য জিম্বাবুয়ে টপকে গিয়েছিল সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার জোড়া সেঞ্চুরিতে।

সিরিজ বাঁচাতে আজ ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম ইকবালদের সামনে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে এমন সমীকরণ সামনে রেখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হবে টাইগারদের।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। চোটের কারণে এ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ পাচ্ছে না, সেটি জানা গিয়েছিল গতকালই। সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন লিটন দাস।

এছাড়া দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে নেই মোসাদ্দেক হোসেনও। এই তিন জনের পরিবর্তে দলে এসেছেন নাজমুল হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে দলে পরিবর্তন এসেছে পাঁচটি। তাদের দলে অভিষেক হয়েছে ব্র্যাডলি ইভান্স ও টনি মুনিয়োঙ্গার। চোটের কারণেই মূলত একগাদা পরিবর্তন করতে হয়েছে তাদের।

এদিকে জিম্বাবুয়ে দলে এসেছে পাঁচ পরিবর্তন। জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা জানিয়েছেন, আজ দ্বিতীয় ম্যাচে দলে পাঁচটি পরির্তন আনা হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, টানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইয়াতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা।

সোনালী/জেআর