ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৩:২৮ অপরাহ্ন

শিরোনাম

সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে সর্বোচ্চ ৭৩৯ মৃত্যু

  • আপডেট: Saturday, August 6, 2022 - 11:23 pm

 

অনলাইন ডেস্ক: এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ৪ হাজার ১৬৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জুলাই মাসে। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের দেয়া তথ্যমতে, গত মাসে ৭৩৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শনিবার সংগঠনের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৫ জন নারী রয়েছেন। গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে শুধু রাজধানীতে জুলাই মাসে ৪১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এ ছাড়া নৌ দুর্ঘটনায় ১৮ জন, রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন গত মাসে।

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানানো হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জুলাই মাসে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, মাসের শুরুতে ঈদ ছিল। ঈদের সময় সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। এ ছাড়া মোটরসাইকেল চলাচল সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। সড়ক আইন বা নজরদারি বলতে এখন আর কিছু দেখা যায় না। পাশাপাশি মানুষের মধ্যে অস্থিরতাও বেড়েছে।

সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকার পবিত্র ঈদুল আজহার সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এক জেলার নিবন্ধনকৃত মোটরসাইকেল আরেক জেলায় চলাচল করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে জরুরি ক্ষেত্রে পাস নিয়ে চলাচলের অনুমতি ছিল।