ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ন

নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট: Friday, August 5, 2022 - 11:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পূত্র ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে ‘শহিদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান প্রমুখ। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

মহানগর আওয়ামী লীগ
এদিকে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ।

রাসিক
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগেও শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কাউন্সিলররা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানান।

এর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং বঙ্গবন্ধু, শহীদ শেখ কামাল ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মো. মামুনুর রশীদ। রাসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগ
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে অলোকার মোড়ের দলীয় কার্যালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারার পরিচালনায়, দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রেজওয়ানুল হক পিনু মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মতিউর রহমান, সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম দুলাল, অ্যাড. শরিফুল ইসলাম শরিফ, জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

রাবি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধরু জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবোর্ড
দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বক্তব্য দেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS