ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১১:১১ অপরাহ্ন

নিজ গলা কেটে ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট: Thursday, August 4, 2022 - 11:43 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিজের গলায় বটি চালিয়ে আত্মহত্যা করেছেন বনপাড়া বাজারের মোবাইল ব্যাবসায়ী সোহেল রানা (৩২)।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া নতুন বাজার এলাকায় তার নিজ বাড়িতে সকলের অজান্তে ঘরের ভিতরে সে এ ঘটনা ঘটায়। পরে পরিবারের লোকজন টের পেলে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সে বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার মোহাম্মদ উল্ল্যাহ এর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঋণের চাপে সোহেল এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।