ঢাকা | মে ১৪, ২০২৫ - ১১:০৫ অপরাহ্ন

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট: Thursday, August 4, 2022 - 11:49 pm

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পাট কাটার সময় বিষাক্ত সাপের কামড়ে হাশেম আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের মনপীরিত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাশেম আলী ওই গ্রামের মৃত নাজির প্রামাণিকের ছেলে।

নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কৃষক হাশেম আলী বাড়ির পাশের বিলে পাট কাটছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তিনি দ্রুত জমি থেকে উঠে বাড়ি ফেরার সময় পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS