বৃষ্টি হওয়ায় রোপা আমন ধান রোপনের উৎসব
নওগাঁ প্রতিনিধি: কাঙ্খিত বৃষ্টি হওয়ার সাথে সাথে নওগাঁ জেলা মাঠ জুড়ে রোপা আমন ধানের চারা রোপনের উৎসব শুরু হয়েছে।
দীর্ঘদিন বৃষ্টি না থাকায় আমন ধান রোপন নিয়ে কৃষকদের মধ্যে যে হতাশা দেখা দিয়েছিল, তা এখন আশায় পরিনত হয়েছে। মাঠে মাঠে জমিতে হাল চাষ, সেচ দেয়া, বীজতলা থেকে চারা উত্তোলন আর সে চারা চাষকৃত জমিতে রোপনে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মঞ্জুরে মাওলা জানিয়েছেন, নওগাঁ জেলায় জমিতে রোপা আমন ধানের চারা রোপনের ভরা মওসুম হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। কাঙ্খিত বৃষ্টি হওয়ায় এ জেলার কৃষকরা তাদের জমিতে পুরোদমে ধান লাগাতে শুরু করেছেন।
সূত্রমতে, এ বছর জেলায় ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড জাতের ১ হাজার হেক্টর, উন্নত ফলনশীল (উফশী) জাতের ১ লাখ ৭১ হাজার হেক্টর এবং স্থানীয় জাতের ২৫ হাজার ১১০ হেক্টর।
চলতি আমন মওসুমে চাষকৃত জমির ধান থেকে মোট ৬ লক্ষ ২১ হাজার ৪৭৭ মেট্রিকটন চাল উৎপাদিত হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।