ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:১২ অপরাহ্ন

চাঁপাই থেকে বন্ধ হওয়া ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

  • আপডেট: Thursday, August 4, 2022 - 11:44 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনাকালীন বন্ধ হওয়া ট্রেন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, জাতীয় সমাজান্ত্রিক দল জাসদের জেলা সম্পাদক মোঃ মনিরুজামান মুনির, ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শামিম হোসেন, ছাত্রলীগ সদর উপজেলা শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম ও যুব জোটের সভাপতি মোঃ তরিকুল ইসলাম প্রমখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার করোনার বিধিনিষেধ শিথিল করার পর দেশে বন্ধ ট্রেনগুলো চালু হলেও চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী রুটে কমিউটার এবং চাঁপাইনবাবগঞ্জ -রহনপুর-আমনুরা-রাজশাহী পর্যন্ত লোকাল ট্রেন চালু করেননি। আর এই ট্রেনগুলো চালু না হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাই রেলের আয় বাড়াতে এবং গণমানুষের দূর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর কাছে এসব ট্রেন চালুর দাবি জানান।