ঢাকা | মে ১৪, ২০২৫ - ২:১৮ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু

  • আপডেট: Thursday, August 4, 2022 - 11:40 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তারা মারা যান। পরে রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত জমির শেখ (৭০) ও তার নাতি স্কুলছাত্র পাপ্পু হোসেন (১২) জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পাপ্পু চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্র ছিল। নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো। তার বাবার বাড়ি পাশের ছোট চৌগ্রামে।

নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন জানান, তার বাবা জমির শেখ প্রতিদিনের মতো বুধবার বিকেলেও জাল দিয়ে মাছ ধরার জন্য বের হন। সঙ্গে আদরের নাতি পাপ্পুও ছিল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরছিলেন না। খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে নানা-নাতির মরদেহ উদ্ধার করা হয়।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS