ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:৪৫ অপরাহ্ন

বাঘায় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

  • আপডেট: Thursday, August 4, 2022 - 11:46 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় সাত দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২শত ৫০ টাকা। বাঘা উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এই দামে। সাত দিন আগে কেজি ছিল ১৬০ থেকে ১৮০ টাকা।

বৃহস্পতিবার বাঘা পৌর সদর হাটে, আড়ানী বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ কোথাও ২৪০ টাকায় কোথাও ২৫০ বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই উপজেলার হাটবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে।

বাজার করতে আসা বাঘা পৌরসভার বাজুবাঘা নতুন পাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগে প্রতিকেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা ২৪০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাঘা হাটের আলু ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, হাটবাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, ব্যবসায়ীরা বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়মিত তদারক করা হচ্ছে।