ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৩৯ অপরাহ্ন

সুজাউদ্দৌলা কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনে সাংসদ বাদশা

  • আপডেট: Wednesday, August 3, 2022 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের নবনির্মিত নতুন ছয় তলা অ্যাকাডেমিক ভবনের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বুধবার সকাল ১১টায় সম্প্রতি শুরু হওয়া কলেজটির নতুন ভবন নির্মাণের কাজ নিজেই ঘুরে দেখেন সদর আসনের এই এমপি। এর আগে তিনি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশগত মান নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

পরে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য নতুন অ্যাকাডেমিক ভবনের কাজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেন সার্বক্ষণিক মনিটরিং করা হয়, সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। ঠিকাদার যাতে কাজের মান ঠিক রাখে সে দিকেও নজর রাখার জন্য অধ্যক্ষের প্রতি আহ্বান জানান।

সাংসদ ফজলে হোসেন বাদশার সাথে এসময় আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, গভর্নিং বডির নেতৃবৃন্দ, বিভিন্ন স্তুরের শিক্ষকসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।