ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৬:৫৬ অপরাহ্ন

নিয়ামতপুরে স্কুল শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

  • আপডেট: Wednesday, August 3, 2022 - 9:56 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা আফাজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

জানা গেছে, ঘটনাটি ঘটে সোমবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভাতকুন্ডু গ্রামে। অভিযুক্ত আফাজ উদ্দিন উপজেলার ভাতকুন্ডু গ্রামের মৃত রবি মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে সে গা ঢাকা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুটিকে প্রতিবেশী আফাজ উদ্দিন বি¯ু‹টের প্রলোভন দেখিয়ে সোমবার এলাকার চিপাগলিতে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, “আফাজ উদ্দিন আমাদের প্রতিবেশী। এমন ঘটনার পর ছেলে বাড়ি ফিরে আমাকে সবকিছু খুলে বললে থানায় অভিযোগ করি। আমি এ ঘটনায় আফাজ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলেন তিনি।”

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।