ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:০১ পূর্বাহ্ন

ডিবির এসআই ও স্ত্রীর ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

  • আপডেট: Wednesday, August 3, 2022 - 2:11 pm

অনলাইন ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত ৮৮ লাখ টাকা টাকার সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় ডিবির সাময়িক বরখাস্ত এসআই (উপপরিদর্শক) মো. আলী আকবর শেখ ও তার স্ত্রী নাজমা আকবরের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে আজ বুধবার মামলাটি দায়ের করেন।

আলী আকবর শেখ নগরীর ১৮/২ নং পশ্চিমপাড়া মেইন রোডের আঞ্জুমান মঞ্জিলের বাসিন্দা।

দুদকের সরকারী পরিচালক বিজন কুমার রায় জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপনকরাসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে।

এই অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এবং ২৬(২) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় দুদকে একটি মামলা করা হয়েছে।

সোনালী/জেআর