ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:২৪ পূর্বাহ্ন

রাতেই প্রকাশ হতে পারে রাবির ‘এ’ ইউনিটের ফল

  • আপডেট: Tuesday, August 2, 2022 - 4:50 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল আজ রাতে প্রকাশিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন জানান, আজ রাত ৮টার পরে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রস্তুত এবং পুনঃপরীক্ষা করা হচ্ছে।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত ৮টা থেকে ১০টার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব না হলে আগামীকাল অর্থাৎ, বুধবার দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
গত ২৬ জুলাই চারটি গ্রুপে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২০৬৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু।

সোনালী/জেআর