সোনালী সংবাদ

পাবনায় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে পাট কাটার সময় বজ্রপাতে ওই দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম (৪২) কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে ও রেজাউল ইসলাম (৩৮) একই গ্রামের মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে প্রচন্ড বৃষ্টির সময় ছাইকোলা বিলে পাট কাটছিল সাইফুল ও রেজাউল সে সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Exit mobile version