ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৬:৪৭ অপরাহ্ন

জন্মস্থান মৌলভীবাজার, জাতীয় পরিচয়পত্রে ভেনেজুয়েলা

  • আপডেট: Sunday, July 31, 2022 - 10:45 pm

 

অনলাইন ডেস্ক:  সংশোধিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে ভেনেজুয়েলা। এমন উদ্ভট ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। দুর্ভোগে শিকার হচ্ছেন এনআইডি কার্ড সংশোধনকারী কয়েকজন।

পৌর শহরের ভুক্তভোগী শিউলি বেগম বলেন, সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি! এখন কী করবো বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ২ মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে তাকে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন!

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুতই তা সমাধান হয়ে যাবে।