ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৯:৪৭ পূর্বাহ্ন

ফটো সাংবাদিক কবীর তুহিনের শাশুড়ির ইন্তেকাল

  • আপডেট: Saturday, July 30, 2022 - 11:23 pm

 

স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের ফটো সাংবাদিক ও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সচিব কবীর তুহিনের শাশুড়ি সারাবান তোহরা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর রাণীনগর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রাণীনগর এলাকার মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী। তিন পুত্র, চার কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবীর তুহিনের শাশুড়ির মুত্যৃতে শোক প্রকাশ করেছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলীসহ পত্রিকার সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের আহ্বায়ক মোমিনুল ইসলাম বাবুসহ ক্লাবের সদস্যবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়নের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান।

 

 

Proudly Designed by: Softs Cloud