ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:৫৭ অপরাহ্ন

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

  • আপডেট: Saturday, July 30, 2022 - 10:33 pm

 

অনলাইন ডেস্ক: পরাজয় দিয়ে শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানের হার দেখলো নুরুল হাসান সোহানের দল।

জিম্বাবুয়ের হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজ শনিবার টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। আর ৬ উইকেটে ১৮৮ রান করে থামে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে তিন উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২০৫ রান। দলের হয়ে রেজিস চাকাভা ৮, ক্রেইগ আরভিন ২১, শন উইলিয়ামস ৩৩, ওয়েসলে মাধভের ৬৭ ও সিকান্দার রাজা অপরাজিত ৬৫ রান করেন।

২০৫ রানের লক্ষ্য নিয়ে শুরুতে ফিরে যান মুনিম শাহরিয়ার। ৮ বলে ৪ রান করেন মুনিম। এরপর ১৯ বলে ৩২ রান করেন লিটন। লিটনের পর ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন এনামুল হক বিজয়। আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তর আউটের পর চাপে পড়ে বাংলাদেশ।

৮ বলে ১০ রান ও শান্ত ২৫ বলে ৩৭ রানে বিদায় দেন আফিফ। দলের এই বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। বেশ কিছু ভালো শট খেলেন তিনি। সোহান ৪২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৮ রানে বাংলাদেশ।