ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:১৫ অপরাহ্ন

বিনা মূল্যে ১১ কোটি টাকার সার-বীজ পাচ্ছেন কৃষকরা

  • আপডেট: Saturday, July 30, 2022 - 8:10 pm

 

অনলাইন ডেস্ক: ১৭টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য প্রায় ১১ কোটি টাকার বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। সাম্প্রতিক বন্যার ক্ষতি পোষাতে এ উদ্যোগ নিয়েছে সরকার। এতে উপকৃত হবেন ১ লাখ ৮৫ হাজার কৃষক।

এসব তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (বিলম্বে চাষ করা যায়) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।

অন্যদিকে তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে।

সূ্ত্র জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক বন্যায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোসহ দেশের ১৭ জেলার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।