ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:১৮ অপরাহ্ন

নওহাটা পৌর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, July 30, 2022 - 11:05 pm

 

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নওহাটা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভা মেয়র হাফিজুর রহমান হাফিজ।

নওহাটা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাননান এর পরিচালনায় সম্মেলনে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, পবা উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক উপ দফতর সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মন্ডলীর সদস্য কাজী মোজাম্মেল হক।

বক্তব্য রাখেন নওহাটা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ কাওছার আলী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, নওহাটা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, নওহাটা পৌর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া বেগম, নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. ফাতেমা আক্তার সুমি, পবা উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খাতুন ও সাধারণ সম্পাদক খুশি খাতুন প্রমুখ। উপস্থিত পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হকসহ নওহাটা পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।