ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৮:০৫ পূর্বাহ্ন

হড়গ্রাম ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, July 30, 2022 - 12:06 am

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভা মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের (সাবেক) দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক উপ দফতর সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, পবা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা খাতুন ও সাধারণ সম্পাদক খুশি খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হকসহ হড়গ্রাম ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।