ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

অস্বস্তি থাকলেও রিজার্ভের সংকট নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • আপডেট: Friday, July 29, 2022 - 10:49 pm

 

অনলাইন ডেস্ক: দেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শামসুল আলম বলেন, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। তবে বিশ্ব মূল্যস্ফীতির কারণে আমরা কিছুটা অস্বস্তিতে আছি। তবে এই মূল্যস্ফীতি আমাদের কারণে নয়, এটি বাইরে থেকে আসা।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সমগ্র আমদানির জন্য পাঁচ মাসের আমদানি সামর্থ্য আছে। যা তিন মাসের থাকলেই যথেষ্ট। এবং শুধু খাদ্য আমদানি করতে আমরা আট থেকে নয় মাস খরচ বহন করতে পারবো।

এসময় আশঙ্কাবাদীরা রিজার্ভ নিয়ে অতিরিক্ত কথা বলছেন বলে মন্তব্য করেন শামসুল আলম।

এদিকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৫০ বছর পরে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে তা গবেষণা করে সেই অনুযায়ী নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।

দীপু মনি বলেন, শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগামী ৫, ১০, ৫০ বছরে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে, সেটি বিবেচনায় নিয়ে সেই রকম গবেষণা করে আমাদের নতুন প্রজন্ম এবং যারা আসবেন তাদেরকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।

শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের পথে বাধা দূর করতে শিক্ষা ব্যবস্থার সর্বত্র ভাষাশিক্ষা, আইসিটি ও উদ্যোক্তা হওয়ার দক্ষতার ওপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে পুলিশের সদস্যরা বিভিন্ন ধরনের খেলায় অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার তুলে দেন।