ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:০৫ অপরাহ্ন

রাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপন

  • আপডেট: Wednesday, July 27, 2022 - 11:00 pm

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গতকাল বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়। শেষ দিন উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এদিন বিকালে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিটের এক হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেন ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩ হাজার ৩২১ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮৭ শতাংশ। পরদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটের এক হাজার ৯০২টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায় ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু। চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এর আগে সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে ডীনস কমপ্লেক্সের সামনের চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। এসময় তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছি। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের সাইবার ইউনিট সার্বক্ষণিক সন্দেহভাজনদের ওপর নজর রেখেছিল তাই আমরা জালিয়াতদের ধরতে সক্ষম হয়েছি।

এসময় সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বি ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।