মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করবো: সিইসি
অনলাইন ডেস্ক: মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপে বসে এ কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, মেরুদণ্ড বাঁকা না করে, নতজানু না করে, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব। কামিয়াব কতটুকু হবো, সেটা আল্লাহ পাক জানেন। আমরা সংলাপ শেষে আপনাদের বক্তব্য পর্যালোচনা করে সরকার ও সবার কাছে পৌঁছে দেবো।
তিনি বলেন, আপনারা নেতৃত্ব দিয়ে যে পরিবেশ সৃষ্টি করবেন, আমরা সামান্য নির্বাচন কমিশনার, আমাদের সেই সীমিত দায়িত্বটা পালনে ওই অর্থে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সাহসিকতার সঙ্গে, আপনাদের যদি দোয়া থাকে, সহায়তা থাকে, সমর্থন থাকে, আমরা চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমি মনে করি, যারা রাজনৈতিক নেতা, আপনাদের যে দায়িত্ব, আপনাদের প্রতি আমাদের যে আস্থা, সম্মান ও ভরসা, তা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই।