ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ৮:২৮ অপরাহ্ন

পবায় শুদ্ধাচার কৌশল বিষয়ক ‘ফলোআপ কর্মশালা’ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, July 26, 2022 - 11:28 pm

 

স্টাফ রিপোর্টার: পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক ‘ফলোআপ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে ফলোআপ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (শুদ্ধাচার শাখা) মুহাম্মদ নাজমুল হক। উক্ত কর্মশালায় পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সঞ্চালনায় কর্মশালায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব (প্রকল্প ও গবেষণা) আয়েশা আক্তার এবং উপপ্রকল্প পরিচালক ও যুগ্মসচিব (প্রশাসনিক সংস্কার) মোসা. সুরাইয়া বেগম, এনআইএস প্রকল্পের ফেজ-২ টিম লিডার আটমুদী টুকরা।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) জাতীয় পরামর্শক সফি-উল-আলম, পরামর্শক (জনসংযোগ) কুহু মান্নান, পরামর্শক হিরন্ময় রায়, অফিস ম্যানেজার দেবাশীষ রায়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।