ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:৫৮ পূর্বাহ্ন

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি গিয়ে এসে আটক ২

  • আপডেট: Tuesday, July 26, 2022 - 1:45 pm

অনলাইন ডেস্ক: ২০২১-২২ সেশনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে অন্যজনের বদলে (প্রক্সি) পরীক্ষা দেয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ‘এ’ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী লিমনের পরিবর্তে একজন এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদ, পিতা-মো. কাবিরুল ইসলাম এর পরিবর্তে কেন্দ্রে পরীক্ষা দেয়ার অভিযোগ অন্য আরেকজনকে আটক করা হয়েছে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদ চলছে।’

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে।

সোনালী/জেআর