ঢাকা | নভেম্বর ২০, ২০২৪ - ১:২০ অপরাহ্ন

রামেক হাসপাতালে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

  • আপডেট: Sunday, July 24, 2022 - 12:02 am

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এই তিনজন। তারা বিভিন্ন সময় মারা যান।

৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে। এর প্রায় ঘণ্টা দুয়েক আগে মারা গেছেন ৫২ বছর বয়সী একজন পুরুষ। এছাড়া শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা গেছেন ৬২ বছর বয়সী আরেক পুরুষ। এই তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

গত ১৩ তারিখে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১২ জুলাই রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মে মাসের প্রথম দিকে করোনা ও করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী ছিলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোন রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ। বর্তমানে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনযুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা আছে।

আগের দিন শুক্রবার রাজশাহীর ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।