ঢাকা | নভেম্বর ২০, ২০২৪ - ৩:১৯ অপরাহ্ন

হতাশা ও বিষন্নতা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, July 23, 2022 - 11:52 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রিভেনশন অব ডিপ্রেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর ম্যাংগো রিসোর্ট কনভেনশন হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে লাইফস্প্রিং-এর জনপ্রিয় মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সাঈদুল আশরাফ কুশল, ডা: এ. এম ফরিদুজ্জামান এবং লাইফস্প্রিং এর ডিজিটাল মার্কেটিং প্রধান নাফিস সেলিম প্রিভেনশন অব ডিপ্রেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে বিশোদ আলোচনা করেন।

হতাশা ও বিষন্নতা থেকে মুক্তির বিজ্ঞানসম্মত উপায়, তরুণদের স্কিল ডেভেলপমেন্ট কীভাবে তাদের নতুনভাবে এগিয়ে যেতে সুযোগ দিবে তথা সমাজে মূল্যবোধের অবক্ষয় থেকে নিজেদের ও পরিবারকে রক্ষা করার উপায় নিয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেছেন।

মনোরোগ বিশেষজ্ঞ ডা: সাঈদুল আশরাফ তার বক্তব্যে বলেন “আমরা ঢাকা ও ঢাকার বাহিরে দেশের বিভিন্ন স্থানে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সম্পর্কের উন্নয়নে কাজ করে থাকি এবং হতাশা বিষন্নতাকে অন্য অসুখের মতোই গুরুত্ব দিয়ে সঠিক সময়ে বিশেষজ্ঞ পরামর্শ নিতে বলেন তিনি।” এছাড়া মনোরোগ বিশেষজ্ঞ ডা: এ. এম ফরিদুজ্জামান বলেন “পারিবারিক বন্ধন ও সম্পর্কের যত্ন মানসিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” লাইফস্প্রিং এর ডিজিটাল মার্কেটিং প্রধান- নাফিস সেলিম তরুণদের নিজস্ব স্বকীয়তাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবার ব্যাপারে উদ্যোগী হতে বলেন।

জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে লাইফস্প্রিং-এর রয়েছে অনলাইন সেবা ব্যবস্থাও। ঢাকা পান্থপথে লাইফস্প্রিং এর হেড অফিসের পাশাপাশি তাদের বনানী এবং চট্রগ্রামেও শাখা রয়েছে। এছাড়া যেকোন প্রান্ত থেকে তাদের হটলাইন নাম্বার ০৯৬৩৮ ৫০৫ ৫০৫ এ যোগাযোগ করে যে কেউ স্বাস্থ্যজনিত পরামর্শ ও বিশেষজ্ঞদের অ্যাপয়েনমেন্ট নিতে পারেন।

প্রায় তিন ঘন্টাব্যাপি এ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নানা দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।