ঢাকা | মে ১৭, ২০২৪ - ৫:৪৪ অপরাহ্ন

রাবি ভর্তি পরীক্ষা: খাদ্য-যানবাহনে অতিরিক্ত টাকা নিলেই ব্যবস্থা

  • আপডেট: Saturday, July 23, 2022 - 4:32 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৭ জুলাই। এই পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের অভ্যন্তরের কোনো দোকানে খাবারের অতিরিক্ত দাম কিংবা যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং যানবাহন ও দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এ সংক্রান্ত কোনো নির্দেশনা ভঙ্গের অভিযোগ ওঠে, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তথা বিজ্ঞান বিভাগের মাধ্যমে শুরু হবে ভর্তিযুদ্ধ। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে এ ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোনালী/জেআর