ঢাকা | নভেম্বর ২০, ২০২৪ - ৫:০৪ পূর্বাহ্ন

পাঠ্যবই নিয়ে অপবাদ ছড়াচ্ছে প্রতিক্রিয়াশীল চক্র

  • আপডেট: Saturday, July 23, 2022 - 11:37 pm

 

অনলাইন ডেস্ক: ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পাঠ্যবই নিয়ে নানা অপবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় পাঠ্যপুস্তক থেকে কিছুই বাদ দেয়া হয়নি, এমনকি সংযোজনও করা হয়নি বলেও জানান তিনি। এসময় একজন সংসদ সদস্য জাতীয় সংসদে এই নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, তা-ও প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

দেশের চরাঞ্চলে শিক্ষার বিস্তার ও শিক্ষক নিয়োগ আরও গতিশীল করতে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষার জন্য চরাঞ্চলে শিক্ষক পাওয়া যায় না। সে বিষয়টি মাথায় রেখে এখন নানা রকমের অডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে। যাতে চরের শিক্ষার্থীরা কোনো অবস্থায় পিছিয়ে পড়তে না পারে।

দীপু মনি বলেন, চরাঞ্চলে উপযুক্ত শিক্ষক নিয়োগ এবং অবকাঠামো নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।