ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:৪৪ অপরাহ্ন

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

  • আপডেট: Friday, July 22, 2022 - 9:52 pm

 

অনলাইন ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। শুক্রবার টিম ম্যানেজমেন্টের একটি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তবে পাকাপাকিভাবে নয়, কেবল জিম্বাবুয়ে সফরে অধিনায়ক থাকবেন তিনি। আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলনেতা পরে বেছে নেবে বিসিবি।

জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়েছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পাশাপাশি আরও দুই অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম থাকছেন না টি-টোয়েন্টি দলে। তাদেরকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়ার পক্ষে বিসিবি।