ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় নকল সিগারেটসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, July 22, 2022 - 11:10 pm

 

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ^রদীতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল ডার্বি সিগারেট, নকল ব্যান্ডরোলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। এসময় অপর দুইজন পালিয়ে যায় বলে জানিয়েছে করে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় এক ইমেইল বার্তায় র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে ঈশ^রদী উপজেলার বড়ইচড়া তেঁতুলতলা মোড়স্থ ক্লাসিক ট্যোবাকো লিমিটেড ফ্যাক্টরীর পাশে একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে এক লাখ এগার হাজার শলাকা নকল ডার্বি সিগারেট, দুই কার্টুন নকল ডার্বি সিগারেটের খালি প্যাকেট (লেবেল), বত্রিশ বান্ডিল নকল ব্যান্ডরোলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের মৃত আজের উদ্দিন সরকারের ছেলে ফারুক হোসেন (৩৪) ও একই উপজেলার আল্লারদর্গা এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৮)। এ সময় র‌্যাবের উপস্থিতি টের অপর দুইজন পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরি এবং কম্পিউটারে মাধ্যমে প্রিন্ট করা জাল ব্যান্ডরোল প্রস্তুত করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।