নগরীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১০৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর উপকণ্ঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রীরামপুর এলাকা থেকে বস্তায় রাখা ১০৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত আসামি হলো শামিনুল ইসলাম মদন (৩৮)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্বপাড়ার মৃত নŸারের ছেলে। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিকার দিবাগত রাতে রাজপাড়া থানার শ্রীরামপুর নদীরধার এলাকায় একজন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
পরবর্তীতে ডিবি পুলিশের ওই টিম শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে আসামি শামিনুর ইসলাম মদনকে তার নিজ বাড়ি কাটাখালীর সাহাপুর পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।