ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৫:৩৩ অপরাহ্ন

দুর্গাপুরে বজ্রপাতে একজন নিহত

  • আপডেট: Wednesday, July 20, 2022 - 11:17 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির নাম আজমত আলী (৬২)। তিনি ধরমপুর মন্ডল পাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজমত আলী এশার নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যান। নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনায় তিনি পথেই মারা যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।