ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ২:০৯ অপরাহ্ন

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, July 20, 2022 - 11:39 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা ইউনিটের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নীঘাত পারভীন। তার হাতে দায়িত্ব তুলে দেন জেলা ইউনিটের নেতৃবৃন্দ। ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি শফিকুজ্জামান শফিক, কার্যনির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, মো. লিয়াকত আলী, জিয়াউদ্দিন আহমেদ, আখতারুজ্জামান, সামাউন ইসলাম, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। এছাড়াও যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, যুব প্রধান সোলাইমান রকি, উপ যুব প্রধান আরাফাত হোসেনসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।