ঢাকা | মে ৪, ২০২৫ - ৪:৪১ পূর্বাহ্ন

জুলাইয়ের শেষে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা

  • আপডেট: Tuesday, July 19, 2022 - 7:26 pm

 

অনলাইন ডেস্ক: মহামারি করোনা প্রতিরোধে সারাদেশে চলছে করোনা টিকা প্রদান কর্মসূচি। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও। চলতি জুলাইয়ের শেষে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে সোমবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান ভ্যাকসিন কার্যক্রমসহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসে (আগস্ট) পাঁচ বছর থেকে এগারো বছরের শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, শিশুদের টিকা কার্যক্রমে কিছুটা দেরি হওয়ার কারণ হলো আমরা এখনও নিবন্ধন তালিকা পাইনি। এছাড়া আমাদের টিকা পেতেও একটু সময় লেগেছে। কিছু টিকা আমরা এরইমধ্যে পেয়েছি। এর বাইরে আরও তিন কোটি টিকা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাওয়ার কথা রয়েছে।

নিবন্ধন তালিকা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা যদি নিবন্ধনের কার্যক্রমটা তাড়াতাড়ি করতে পারে, আমরাও তাড়াতাড়ি শুরু করে দিতে পারবো।

নিবন্ধন ছাড়া আমরা টিকা দিতে পারছি না। তবে আশা করছি আগামী মাসেই শিশুদের টিকা কার্যক্রম শুরু করে দিতে পারবো।

এদিকে আজ মঙ্গলবার সারাদেশে পালন করা হচ্ছে বুস্টার ডোজ দিবস। মাহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। যার মাধ্যেমে সাধারণ জনগণকে করোনা মহামারি ও বুস্টার ডোজ নিয়ে সচেতন করা হবে।

মঙ্গলবার একদিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম ১ দিন পরিচালনা করতে হবে। ১৮ বছরের বেশি যেকেউ দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS