ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:২৫ অপরাহ্ন

শ্যালকের বউকে নিয়ে উধাও দুলাভাই

  • আপডেট: Monday, July 18, 2022 - 10:55 pm

 

 

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় পরকীয়া করে শ্যালকের বউকে নিয়ে উধাও হয়েছে দুলাভাই। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা সমালোচনা।

রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুগোহালী গ্রামে এ ঘটনা ঘটে। পলাতকরা হচ্ছেন ওই গ্রামের আয়নাল হোসেনের স্ত্রী ও দুুই সন্তানের জননী প্রিয়া (২৪)। ও তার বোনের স্বামী ও এক সন্তানের জনক বাবুল হোসেন (২৫)।

পলাতক বাবুল হোসেনের স্ত্রী রুনা বলেন, বাপের বাড়ি ও স্বামির বাড়ি পাশাপাশি। তবে আমার ভাবি প্রিয়ার সাথে স্বামির পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে এটা আগে বুঝতে পারিনি। তিনি বলেন, আমাদের একটি শিশু সন্তান রয়েছে। সে অসুস্থ হওয়ায় মাঝে মধ্যে রাজশাহীতে ডাক্তার দেখাতে নিতে হয়। সে সুযোগে তারা এমন একটি ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, স্বামীর এই প্রতারণার কারণে তার বিরুদ্ধ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বাবুল নামের এক ব্যাক্তি তার শ্যালকের বউ নিয়ে পালিয়েছে। এ ঘটনায় বাবুলের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছে। উভয়ের পরিবারে তিনটি অবুঝ শিশু সন্তান রয়েছে। তাদেরকে উদ্ধার করে মানবিক বিবেচনায় বিষয়টি মীমাংসা করা যায় কিনা তা দেখছি।

 

puthia